গণপরিষদ সম্পর্কিত সাধারণ তথ্যাদি
Hello friend today we are sharing important point of CONSTITUTION ASSEMBLY in bengali .
This topic is very useful for the upcoming all competitive exam like ssccgl CHSL Railway Group D Railway loco pilot CDS UPSC and especially all exam which is conduct in West Bengal like Group C Group D exam food Sub Inspector Police job WBCS West West Bengal PSC etc .
Friend don't ignore this topic it is quite important in general knowledge section .
Important point of CONSTITUTION ASSEMBLY in bengali PDF also available on the below in this topic .
Friends please share this post with your friend
- প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচিত একটি গণপরিষদ গঠনের প্রস্তাব জাতীয় কংগ্রেস 1938 খ্রিস্টাব্দে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক দ্বারা গ্রহণ করেছিলেন।
- 1942 খ্রিস্টাব্দে ভারতে ক্রিপস মিশন আসে গণপরিষদ গঠনের উদ্দেশ্য নিয়ে।
- 1946 খ্রিস্টাব্দে ক্যাবিনেট মিশন ভারতে গণপরিষদ গঠনের ক্ষেত্রে একটি নির্দিষ্ট কার্যক্রম গঠন করে মিশনের প্রস্তাব গণপরিষদ গঠনের জন্য 1946 খ্রিস্টাব্দের জুলাই মাসে নির্বাচন অনুষ্ঠিত হয়।
- ক্যাবিনেট মিশনের প্রস্তাব অনুযায়ী গণপরিষদে আসন সংখ্যা নির্ধারিত হয় সাধারণের জন্য 210 টি আসন মুসলিমদের জন্য 78 টি আসন ও শিখদের জন্য 4 আসন নির্ধারিত হয়।
- ক্যাবিনেট মিশনের প্রস্তাব অনুযায়ী গণপরিষদ গঠনের জন্য নির্বাচন অনুষ্ঠিত অনুষ্ঠিত হয় 1946 সালের জুলাই মাসে।
- গণপরিষদের প্রথম অধিবেশনে যোগদান করেন 207 জন সদস্য।
- গণ পরিষদের অস্থায়ী সভাপতি হন ডা সচ্চিদানন্দ সিংহ।
- গণপরিষদের স্থায়ী সভাপতি হন ডা রাজেন্দ্র প্রসাদ।
- গণপরিষদের প্রথম অধিবেশন শেষ হয় 23 শে ডিসেম্বর 1946 সালে।
- গণপরিষদের দ্বিতীয় অধিবেশন শুরু হয় 20 জানুয়ারি 1947 সালে ।
- গণপরিষদের তৃতীয় অধিবেশন শুরু হয় 22 এপ্রিল 1947 সালে।
- গণপরিষদের খসড়া কমিটির সভাপতি হন ডঃ বি আর আম্বেদকর।
- চূড়ান্ত পর্বে খসড়া কমিটির সংবিধানে 395 টি ধারা ও 8 টি তপশিল রাখে।
- ভারতীয় সংবিধান কোন পরিষদ কর্তৃক গৃহীত হয়েছিল 26 নভেম্বর 1949 সালে।
- ভারতের সংবিধান গণ পরিষদ কর্তৃক কার্যকর করা হয় 26 শে জানুয়ারি 1950 সালে।
- ভারতীয় সংবিধান রচনা করতে মোট সময় লাগে 2 বছর 11 মাস 17 দিন।
0 comments:
Post a Comment