Sunday, 7 October 2018

Important point of CONSTITUTION ASSEMBLY in bengali for wbcs, food si rail GENERAL KNOWLEDGE, Indian Polity গণপরিষদ সম্পর্কিত সাধারণ তথ্যাদি pdf -Indian Creative Job

গণপরিষদ সম্পর্কিত সাধারণ তথ্যাদি


 Hello friend  today  we are sharing important point of CONSTITUTION ASSEMBLY in bengali .

 This topic is very useful for the upcoming all competitive exam like ssccgl CHSL Railway Group D Railway loco pilot CDS UPSC and especially  all exam which is conduct in West  Bengal  like  Group C Group D exam   food Sub Inspector  Police job  WBCS  West West Bengal PSC etc .

 Friend don't ignore this topic  it is quite important in general knowledge section .

Important point of CONSTITUTION ASSEMBLY in bengali PDF  also available  on the below in  this topic .

 Friends please share  this post with your friend 




  1. প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচিত একটি গণপরিষদ গঠনের প্রস্তাব জাতীয় কংগ্রেস  1938 খ্রিস্টাব্দে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক দ্বারা গ্রহণ করেছিলেন।
  2. 1942 খ্রিস্টাব্দে ভারতে ক্রিপস মিশন আসে গণপরিষদ গঠনের উদ্দেশ্য নিয়ে।
  3. 1946 খ্রিস্টাব্দে ক্যাবিনেট মিশন ভারতে গণপরিষদ গঠনের ক্ষেত্রে একটি নির্দিষ্ট কার্যক্রম গঠন করে মিশনের প্রস্তাব গণপরিষদ গঠনের জন্য 1946 খ্রিস্টাব্দের জুলাই মাসে নির্বাচন অনুষ্ঠিত হয়।
  4. ক্যাবিনেট মিশনের প্রস্তাব অনুযায়ী গণপরিষদে আসন সংখ্যা নির্ধারিত হয় সাধারণের জন্য 210 টি আসন  মুসলিমদের জন্য 78 টি আসন ও শিখদের জন্য 4 আসন নির্ধারিত হয়।
  5. ক্যাবিনেট মিশনের প্রস্তাব অনুযায়ী গণপরিষদ গঠনের জন্য নির্বাচন অনুষ্ঠিত অনুষ্ঠিত হয় 1946 সালের জুলাই মাসে।
  6. গণপরিষদের প্রথম অধিবেশনে যোগদান করেন 207 জন সদস্য।
  7. গণ পরিষদের অস্থায়ী সভাপতি হন ডা সচ্চিদানন্দ  সিংহ।
  8. গণপরিষদের স্থায়ী সভাপতি হন ডা রাজেন্দ্র প্রসাদ।
  9. গণপরিষদের প্রথম অধিবেশন শেষ হয় 23 শে ডিসেম্বর 1946 সালে।  
  10.  গণপরিষদের দ্বিতীয় অধিবেশন শুরু হয় 20 জানুয়ারি 1947 সালে ।
  11. গণপরিষদের  তৃতীয় অধিবেশন শুরু হয় 22 এপ্রিল 1947 সালে।
  12.  গণপরিষদের খসড়া কমিটির সভাপতি হন ডঃ বি আর আম্বেদকর।
  13.  চূড়ান্ত পর্বে খসড়া কমিটির সংবিধানে 395 টি ধারা ও 8  টি তপশিল রাখে।  
  14.  ভারতীয় সংবিধান কোন পরিষদ কর্তৃক গৃহীত হয়েছিল 26  নভেম্বর 1949 সালে।   
  15.  ভারতের সংবিধান গণ পরিষদ কর্তৃক কার্যকর করা হয় 26 শে জানুয়ারি 1950 সালে।    
  16. ভারতীয় সংবিধান রচনা করতে মোট সময় লাগে 2 বছর 11 মাস 17 দিন।

0 comments:

Post a Comment