বৈদিক সভ্যতা
ঋকবেদ
2.কোন বেদে গায়ত্রী মন্ত্র রচিত আছে
ঋকবেদ
3.কোন বেদের স্তোত্র গুলি যজ্ঞের সময় গান হিসেবে গাওয়া হতো
সামবেদ
4. ঋকবেদে কতগুলি স্তোত্র আছে
1028
5. কোন অঞ্চলে আর্য জাতি ভারতের সে প্রথম বসবাস শুরু করে
পাঞ্জাব
6. কোন বেদে যাগ-যজ্ঞ ও ক্রিয়াকলাপের নিদর্শন দেওয়া আছে
যজুবেদ
7. কোনটিকে ভারতীয় শাস্ত্রীয় সংগীতে উৎসব বলা যেতে পারে সামবেদ
8. কোন মহিলা বেদের কিছু স্তোত্র রচনা করেছিলেন
গার্গী
9. আর্যদের ব্যবহৃত দুটি মুদ্রার নাম কি
নিষ্ক ও মনা
10. প্রাচীন আর যদি সময় গ্রামের প্রধানকে কি বলা হতো
গ্রামণী
0 comments:
Post a Comment