Friday, 14 September 2018

INDIAN GEOGRAPHY PART 5

INDIAN GEOGRAPHY PART 5


HERE WE UPLOAD SOME  QUESTION AND ANSWER ABOUT INDIAN GEOGRAPHY AND HOPE THAT THESE QUESTION AND ANSWER WILL BE USEFUL IN VARIOUS COMPETITIVE EXAM. 


প্রশ্ন  :  ভারতের খনিজ ভান্ডার কোন অঞ্চলকে বলা হয় ?  

উত্তর :   ছোটনাগপুর মালভূমি কে
প্রশ্ন  :  নীলগিরি পর্বতের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কোনটি ?  
উত্তর :    ডোডাবেট্টা
প্রশ্ন  :  দক্ষিণ ভারতের শস্য ভান্ডার বলা হয় কোন অঞ্চলকে ?  
উত্তর :   থাঞ্জাভুর কে
প্রশ্ন  :  রন বলা হয় কাকে ?  
উত্তর :   গুজরাটের অগভীর জলাভূমিকে
প্রশ্ন  :  কোন স্থানে গঙ্গা সমভূমিতে অবতরণ করেছে ?  
উত্তর :   হরিদ্বারে
প্রশ্ন  :    অলকানন্দা নদীর উৎপত্তিস্থল কোথায় ?  
উত্তর :   সতপন্থ হিমবাহ
প্রশ্ন  :   হুন্ডুজলপ্রপাত টি কোথায় অবস্থিত ?  
উত্তর :   রাঁচিতে
প্রশ্ন  :  ব্রহ্মপুত্র নদীর উৎপত্তিস্থল কোথায় ?  
উত্তর :   তিব্বতের মানস সরোবরের নিকটবতী চেমাউং দুং  হিমবাহ
প্রশ্ন  :  দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি ?  
উত্তর :   গোদাবরী
প্রশ্ন  :  পৃথিবীর সবচেয়ে বৃষ্টিবহুল অঞ্চল মৌসিনরাম এর নিকটবর্তী শিলং বৃষ্টিপাত কম হয় কেন  ?  
উত্তর :   কারণ এটি বৃষ্টিচ্ছায়াঅঞ্চলে অবস্থিত
প্রশ্ন  :  ভারতের অরণ্য গবেষণাগার কোথায় অবস্থিত ?  
উত্তর :   দেরাদুনে
প্রশ্ন  :  ভারতের জলসেচ সবচেয়ে বেশি হয় কিসের সাহায্যে ?  
উত্তর :   খাল এর সাহায্যে
প্রশ্ন  :  ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা কোনটি ?  
উত্তর :   ভাকরা নাঙ্গাল পরিকল্পনা

0 comments:

Post a Comment