INDIAN HISTORY PART 10
HERE WE UPLOAD SOME QUESTION AND ANSWER ABOUT INDIAN HISTORY AND HOPE THAT THESE QUESTION AND ANSWER WILL BE USEFUL IN VARIOUS COMPETITIVE EXAM.
প্রশ্ন : কত সালে মুসলিম লীগ প্রথম মুসলমানদের জন্য একটি পৃথক রাষ্ট্র গঠনের দাবি উত্থাপন করেন ?
উত্তর : 1940 সালে ।
প্রশ্ন : ভারত বর্ষ যখন স্বাধীনতা লাভ করে তখন ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন ?
উত্তর : জে বি কৃপালিনী ।
প্রশ্ন : ভারতের মুক্তি সংগ্রামের প্রথম মহিলা শহীদের নাম কি ?
উত্তর : প্রীতিলতা ওযাদ্দেদার ।
প্রশ্ন : নীলদর্পণ এর ইংরেজি অনুবাদ কে করেছিলেন ?
উত্তর : মধুসূদন দত্ত ।
প্রশ্ন : 1857 সালের বিদ্রোহের পতাকা প্রথম কে উত্তোলন করেন ?
উত্তর : মঙ্গল পান্ডে ।
প্রশ্ন : মাস্টারদা সূর্য সেনের তৈরি সংগঠন টির নাম কি ?
উত্তর : ভারতীয় প্রজাতান্ত্রিক সেনাবাহিনী ।
প্রশ্ন : কলকাতা কর্পোরেশনের প্রথম ভারতীয় মেয়র কে ছিলেন ?
উত্তর : চিত্তরঞ্জন দাস ।
প্রশ্ন : কে ভাইসরয় থাকাকালীন ভার্নাকুলার প্রেস অ্যাক্ট পাস করা হয় ?
উত্তর : লর্ড লিটন ।
প্রশ্ন : কত সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় ?
উত্তর : 1906 সালে ।
প্রশ্ন : কোন চরমপন্থী নেতা নরমপন্থী রাজনীতি কে বলেছিল সোডা জলের উচ্ছাস ?
উত্তর : বিপিনচন্দ্র পাল ।
প্রশ্ন :
পাইক বিদ্রোহের নেতা কে ছিলেন ?
উত্তর : বিদ্যাধর মহাপাত্র ।
প্রশ্ন : রবীন্দ্রনাথ ঠাকুর রচিত জনগণমন কবে তত্ত্বাবধানে পত্রিকায় প্রকাশিত হয় ?
উত্তর : 1912 সালে জানুয়ারি মাসে ।
ওয়েস্ট বেঙ্গল থ্যাংকস টু ডে ইন্ডিয়া উইল থিংক টুমোরো উক্তিটি কার ?
উত্তর : গোখলে ।
।
।
প্রশ্ন : কত খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ আন্দোলন রদ করা হয় ?
উত্তর : 1911 সালে ।
প্রশ্ন : বন্দেমাতরাম কান্টি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কবে রচনা করেন ?
উত্তর : 1875 সালে ।
প্রশ্ন : সরোজিনী নাইডু কাকে হিন্দু মুসলিম ঐক্যের দূত বলে অভিহিত করেছেন ?
উত্তর : মোহাম্মদ আলী জিন্নাহ ।
প্রভার্টি এন্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া নামক গ্রন্থটি রচয়িতা কে ?
উত্তর : দাদাভাই নওরোজি ।
কে প্রথম গান্ধীজী কে জাতির জনক বলে আখ্যা দেন ?
উত্তর : নেতাজী সুভাষ চন্দ্র বসু ।
প্রশ্ন : 1923 সালে কে স্বরাজ্য পার্টি প্রতিষ্ঠা করেন ?
উত্তরঃ মতিলাল নেহেরু ও চিত্তরঞ্জন দাস ।
প্রশ্ন : কোন গভর্নর জেনারেল অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন ?
উত্তর : ওয়েলেসলি ।
প্রশ্ন : কোন গভর্নর জেনারেল স্বত্ববিলোপ নীতি প্রবর্তন করেন ?
উত্তর : লড ডালহৌসি ।
প্রশ্ন : কোন গভর্নর জেনারেল চিরস্থায়ী বন্দোবস্ত নীতি প্রবর্তন করেন ?
উত্তরঃ লর্ড কর্ণওয়ালিশ ।
0 comments:
Post a Comment