Friday, 14 September 2018

INDIAN HISTORY PART 10

INDIAN HISTORY PART 10


HERE WE UPLOAD SOME  QUESTION AND ANSWER ABOUT INDIAN HISTORY AND HOPE THAT THESE QUESTION AND ANSWER WILL BE USEFUL IN VARIOUS COMPETITIVE EXAM. 


প্রশ্ন :  কত সালে মুসলিম লীগ প্রথম মুসলমানদের জন্য একটি পৃথক রাষ্ট্র গঠনের দাবি উত্থাপন করেন ?  
উত্তর :   1940 সালে । 
প্রশ্ন :  ভারত বর্ষ যখন স্বাধীনতা লাভ করে তখন ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন ?  
 উত্তর :   জে বি কৃপালিনী । 
প্রশ্ন :  ভারতের মুক্তি সংগ্রামের প্রথম মহিলা শহীদের নাম কি ?  
উত্তর :   প্রীতিলতা ওযাদ্দেদার । 
প্রশ্ন :  নীলদর্পণ এর ইংরেজি অনুবাদ কে করেছিলেন ?  
উত্তর :   মধুসূদন দত্ত । 
প্রশ্ন :  1857 সালের বিদ্রোহের পতাকা প্রথম কে উত্তোলন করেন ?  
উত্তর :   মঙ্গল পান্ডে । 
প্রশ্ন :  মাস্টারদা সূর্য সেনের তৈরি সংগঠন টির নাম কি ?  
উত্তর :   ভারতীয় প্রজাতান্ত্রিক সেনাবাহিনী । 
প্রশ্ন :  কলকাতা কর্পোরেশনের প্রথম ভারতীয় মেয়র কে ছিলেন ?  
উত্তর :   চিত্তরঞ্জন দাস । 
প্রশ্ন :  কে ভাইসরয় থাকাকালীন ভার্নাকুলার প্রেস অ্যাক্ট পাস করা হয় ?  
উত্তর :   লর্ড লিটন । 
প্রশ্ন :  কত সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় ?  
উত্তর :   1906 সালে । 
প্রশ্ন :  কোন চরমপন্থী নেতা নরমপন্থী রাজনীতি কে বলেছিল সোডা জলের উচ্ছাস ?  
উত্তর :   বিপিনচন্দ্র পাল । 
   প্রশ্ন :  পাইক বিদ্রোহের নেতা কে ছিলেন ?  
উত্তর :   বিদ্যাধর মহাপাত্র । 
প্রশ্ন :  রবীন্দ্রনাথ ঠাকুর রচিত জনগণমন কবে তত্ত্বাবধানে পত্রিকায় প্রকাশিত হয় ?  
উত্তর :   1912 সালে জানুয়ারি মাসে
ওয়েস্ট বেঙ্গল থ্যাংকস টু ডে ইন্ডিয়া উইল থিংক টুমোরো উক্তিটি কার ?  
উত্তর :    গোখলে । 
প্রশ্ন :  কত খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ আন্দোলন রদ করা হয় ?  
উত্তর :   1911 সালে । 
প্রশ্ন :  বন্দেমাতরাম কান্টি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কবে রচনা করেন ?  
উত্তর :   1875 সালে । 
প্রশ্ন :  সরোজিনী নাইডু কাকে হিন্দু মুসলিম ঐক্যের দূত বলে অভিহিত করেছেন ?  
উত্তর :   মোহাম্মদ আলী জিন্নাহ । 
প্রভার্টি এন্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া নামক গ্রন্থটি রচয়িতা কে ?  
উত্তর :   দাদাভাই নওরোজি । 
কে প্রথম গান্ধীজী কে জাতির জনক বলে আখ্যা দেন ?  
উত্তর :   নেতাজী সুভাষ চন্দ্র বসু । 
প্রশ্ন :  1923 সালে কে স্বরাজ্য পার্টি প্রতিষ্ঠা করেন ?  
উত্তরঃ     মতিলাল নেহেরু চিত্তরঞ্জন দাস । 
প্রশ্ন :  কোন গভর্নর জেনারেল অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন ?  
উত্তর :    ওয়েলেসলি । 
প্রশ্ন :  কোন গভর্নর জেনারেল স্বত্ববিলোপ নীতি প্রবর্তন করেন ?  
উত্তর :   লড ডালহৌসি । 
প্রশ্ন :  কোন গভর্নর জেনারেল চিরস্থায়ী বন্দোবস্ত নীতি প্রবর্তন করেন ?  
উত্তরঃ   লর্ড কর্ণওয়ালিশ । 



0 comments:

Post a Comment