INDIAN ECONOMY PART 1
HERE WE UPLOAD SOME QUESTION AND ANSWER ABOUT INDIAN ECONOMY AND HOPE THAT THESE QUESTION AND ANSWER WILL BE USEFUL IN VARIOUS COMPETITIVE EXAM.
উত্তর : 1930 সালে।
প্রশ্ন
: বিশ্বে মিশ্র অর্থনীতির ধারণা কোন দশকে প্রচলিত হয়েছিল ?
উত্তর : 1930 সালে।
প্রশ্ন
: কুলকার কমিটি কোন বিষয়ের সঙ্গে সম্পর্কযুক্ত ?
উত্তর
: আয় কর।
প্রশ্ন
: অর্থ কমিশনের প্রথম কার্যকরী চেয়ারম্যান কে ছিলেন ?
উত্তর
: ক্ষিতিশ চন্দ্র নিয়োগী।
প্রশ্ন
: ভারতে মোট জিডিপির মধ্যে কৃষির পরিমাণ ?
উত্তর
: 15%
প্রশ্ন
: ভারতীয় আর্থিক বছর শুরু হয় কোন তারিখে ?
উত্তর
: 1 এপ্রিল।
প্রশ্ন
: সংবিধানের কততম ধারা অনুসারে ভারতের রাষ্ট্রপতি ফিনান্স কমিশন গঠন করে ?
উত্তর : 280 নম্বর ধারা।
উত্তর : 280 নম্বর ধারা।
প্রশ্ন
: সুরেশ টেন্ডুলকার কমিটি কোন ক্ষেত্রে সঙ্গে সম্পর্কযুক্ত ?
উত্তর
: গরিবরেখা নির্ধারণের।
প্রশ্ন
: পরিবহন শিক্ষাদান চিকিৎসা ইত্যাদি কোন ক্ষেত্রে সঙ্গে অন্তর্ভুক্ত ?
উত্তর
: পরিষেবা ক্ষেত্র বা টারশিয়ারি সেক্টর।
প্রশ্ন
: সমান্তরাল অর্থনীতি বা প্যারালাল ইকনোমি বলতে কি বুঝায় ?
উত্তর
: অনুমোদিত অর্থনীতির ক্ষেত্রে সঙ্গে সংঘাতে না গিয়ে ও অর্থনৈতিক কাজকর্ম সমান্তরালভাবে পরিচালনা করা কে সমান্তরাল অর্থনীতি বলে।
প্রশ্ন
: ষাটের দশকে সবুজ বিপ্লবের ফলে কোন ফসলের ক্ষেত্রে একটি বিশেষ ভাবে সফল হয়েছিল ?
উত্তর : গম।
উত্তর : গম।
প্রশ্ন
: মুদ্রাস্ফীতি বলতে কি বুঝায় ?
উত্তর
: টাকা যোগাড় সঙ্গে তাল রেখে উৎপাদিত দ্রব্য ও
সেবা দ্রব্যের উৎপাদন ঘাটতি।
প্রশ্ন
: কোন কমিটির সুপারিশের ভিত্তিতে NABARD গঠিত হয়েছে ?
উত্তর
: শিবরামন কমিটি
প্রশ্ন
: রিজার্ভ ব্যাংকের নোট মুদ্রণ বিভাগ কে নুনতম কত মূল্য সোনা মজুদ রাখতে হয় ?
উত্তর : 115 কোটি টাকার
উত্তর : 115 কোটি টাকার
প্রশ্ন
: কত সালে সেবি প্রতিষ্ঠিত হয় ?
উত্তর
: 1988 সালে।
প্রশ্ন
: ডিপ্লেশনের কারণ কি ?
উত্তর
: দ্রব্য ও
পরিষেবা জোগানের তুলনায়
টাকা যোগান এর ঘাটতি।
প্রশ্ন
: ওয়াল্ড ইকনোমিক আউটলুক রিপোর্ট প্রকাশ করে ?
উত্তর
: আই এম এফ।
প্রশ্ন
: অর্থনৈতিক পরিকল্পনা কোন তালিকাভুক্ত ?
উত্তর
: যুগ্ম তালিকা ভুক্ত।
প্রশ্ন
: কোন পঞ্চবার্ষিকীপরিকল্পনা গরিবি হটাও স্লোগান অন্তর্ভুক্ত হয়েছিল ?
উত্তর
: পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়।
প্রশ্ন
: পঞ্চায়েত কোন কর আদায় করে ?
উত্তর
: স্থানীয় মেলার উপর কর।
প্রশ্ন
: ভারতের জাতীয় যোজনা কমিশন হল ?
উত্তর
: একটি কেন্দ্রীয় সরকারের দপ্তর ।
প্রশ্ন
: কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় সবুজ বিপ্লব সূচিত হয়েছিল ?
উত্তর : তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা।
প্রশ্ন
: ঘূর্ণমান পরিকল্পনা প্রস্তাবিত সময়কাল কি ছিল ?
উত্তর
: 1978 থেকে
1983 সাল।
প্রশ্ন
: পরিকল্পনা কমিশন হল একটি ?
উত্তর : অরাজনৈতিক প্রতিষ্ঠান।
প্রশ্ন
: পঞ্চবার্ষিকী পরিকল্পনার খসড়া চূড়ান্ত ভাবে অনুমোদন করে ?
উত্তর
: জাতীয় উন্নয়ন পর্ষদ ।
প্রশ্ন
: কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা টিকে মেয়াদপূর্তির এক বছর আগেই স্থগিত করে দেওয়া হয়েছিল ?
0 comments:
Post a Comment