Thursday, 13 September 2018

SCIENCE OF THE DAILY LIFE PART 5 দৈনন্দিন জীবন বিজ্ঞানের কিছু প্রশ্ন উত্তর

SCIENCE OF THE DAILY LIFE PART 5


HERE WE UPLOAD SOME  QUESTION AND ANSWER ABOUT SCIENCE OF THE DAILY LIFE AND HOPE THAT THESE QUESTION AND ANSWER WILL BE USEFUL IN VARIOUS COMPETITIVE EXAM. 


দৈনন্দিন জীবন বিজ্ঞানের কিছু প্রশ্ন উত্তর


Ø তড়িৎ প্রবাহের ব্যবহারিক একক অ্যাম্পিয়ার

Ø অ্যাসিডের  pH মান 0 থেকে 6 .9 এবং ক্ষার  এর pH এর মান 7.1 থেকে 14

Ø  পেট্রোল এর রাসায়নিক নাম গ্যাসোলিন

Ø  কোষের মায়োসিস বিভাজন কে হাস বিভাজন বলে

Ø   কোশের  মাইটোসিস বিভাজন কে সমবিভাজন বলে

Ø   হাইড্রোজেন বোমা সংযোজন বোমা

Ø পারমাণবিক বোমা বিভাজন বোমা

Ø ফ্যাদোমিটার এর সাহায্যে সমুদ্রের গভীরতা মাপা যায়

Ø সোনার অলংকার বানানোর জন্য সোনার খাদ হিসেবে তামা ব্যবহৃত 
হয়

Ø কাঁচা ফল পাকাতে ব্যবহৃত হয় জিব্বেরেলিন 

Ø  ভিটামিন   অভাবজনিত রোগ

Ø ভিটামিন '-এর অভাবে রাতকানা হয়

Ø ভিটামিন সি এর অভাবে স্কার্ভি রোগ হয় 

Ø ভিটামিন বি এরঅভাবে বেরিবেরি রোগ হয়

Ø ভিটামিন ডি এর অভাবে ছোটদের রিকেট বড়দের অস্টিওম্যালেসিয়া 
হয়

Ø এইডস ভাইরাস হল একটি হাইড্রোকার্বন

Ø  পায়রার বায়ুথলির সংখ্যা নটি

Ø গাড়ির ইঞ্জিন ঠান্ডা রাখার জন্য রেডিয়ামের জল ব্যবহার করা হয় 
কারণ জলের আপেক্ষিক তাপ বেশি

Ø  যে যন্ত্রে ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম প্রযোজ্য সেই যন্ত্রটি হলো 
ডায়নামো

Ø রেকটিফাইড স্পিরিট হলো 70 শতাংশ ইথিলিন অ্যালকোহল 10% 
জলের মিশ্রণ

Ø  বস্তুর বেগ দ্বিগুণ হলে বস্তুর গতিশক্তি 4 গুণ হবে

Ø বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO )এর নির্দেশিকা অনুযায়ী পানীয় জলে 
আর্সেনিকের নিরাপদ মাত্রা হলো 0.001 mg/L

Ø নিউক্লিয়ার রিঅ্যাক্টরের যে জ্বালানি ব্যবহার করা হয় তা হলো 
ইউরেনিয়াম

Ø অম্লরাজ হলো একটি মিশ্রণ যাতে আছে এক ভাগ HNO3 তিন ভাগ HCL

Ø  তাপমাত্রা বাড়ার সাথে সাথে ধাতুর রোধ বাড়ে



CLICK HERE TO DOWNLOAD PDF



   SCIENCE OF THE DAILY LIFE PART 4


SCIENCE OF THE DAILY LIFE PART 3


SCIENCE OF THE DAILY LIFE PART 2


SCIENCE OF THE DAILY LIFE PART 1




0 comments:

Post a Comment