Friday, 14 September 2018

INDIAN GEOGRAPHY PART 1

INDIAN GEOGRAPHY PART 1


HERE WE UPLOAD SOME  QUESTION AND ANSWER ABOUT INDIAN GEOGRAPHY AND HOPE THAT THESE QUESTION AND ANSWER WILL BE USEFUL IN VARIOUS COMPETITIVE EXAM. 


প্রশ্ন  :  নীলগিরি পর্বতে অবস্থিত বিখ্যাত শহর টি হলো ?  

উত্তর :   উটি
প্রশ্ন  :  কৃষ্ণ মৃত্তিকার অপর নাম কি ?  
উত্তর :   রেগুর
প্রশ্ন  :  সেন্ট্রাল রাইস রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত ?  
উত্তর :   দেরাদুনে
প্রশ্ন  :  ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি জিপসাম পাওয়া যায় ?  
উত্তর :   রাজস্থানে
প্রশ্ন  :  ভারতের প্রাচীন পরমাণু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের নাম কি ?  
উত্তর :   তারাপুর
প্রশ্ন  :  দক্ষিণ ভারতের সবচেয়ে বড় কার্পাস বয়ন কেন্দ্র কোনটি ?  
উত্তর :   কোয়েম্বাটুর
প্রশ্ন  :  কাগজের মন্ড তৈরির জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কি ?  
উত্তর :   বাস
প্রশ্ন  :  নাগা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি ?  
উত্তর :   সারা মতি
প্রশ্ন  :  কোয়ার্টার জাইট কোন শিলার পরিবর্তিত রূপ ?  
উত্তর :   বেলে পাথর
প্রশ্ন  :  গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি ?  
উত্তর :   নকরেক
প্রশ্ন  :  ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ পরেশনাথ কোন রাজ্যে অবস্থিত ?  
উত্তর :   ঝাড়খন্ড
প্রশ্ন  :  ভারতের কোন উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয় ?  
উত্তর :   করমন্ডল উপকূলে
প্রশ্ন  :  তিস্তা নদীর ডান তীরে সমভূমি কি নামে পরিচিত ?  
উত্তর :    তরাই
প্রশ্ন  :  কোন রাজ্যকে ভারতের শস্যাগার বলা হয় ?  
উত্তর :   পাঞ্জাব
প্রশ্ন  :  নারকেল উৎপাদনে কোন রাজ্য  প্রথম ?  
উত্তর :   কেরালা
প্রশ্ন  :  ভারতের কোথায় হীরক খনি অবস্থিত ?  
উত্তর :   জাদুগোড়া
প্রশ্ন  :  ভারতে প্রথম কার্পাস বয়ন কেন্দ্র কোথায় স্থাপিত হয়েছিল ?  
উত্তর :    ঘুসুড়ি তে
প্রশ্ন  :  কোন লৌহ ইস্পাত কেন্দ্রটি স্বাধীনতার আগে গড়ে ওঠে ?  
উত্তর :    ভদ্রাবতী
প্রশ্ন  :  এন জি সি  বোম্বে হাই তে তৈল খনি আবিষ্কার করে কত সালে ?  
উত্তর :   1974 সালে

0 comments:

Post a Comment