Friday, 14 September 2018

GENERAL SCIENCE previous year question for wbcs , west bengal food , railway gr d download pdf - indian creative job


GENERAL SCIENCE FOR WBCS PRELIMINARY 





প্রিয় বন্ধুরা,

   
আমরা আজ GENERAL SCIENCE এর  উপর কিছু প্রশ্ন উত্তর আপনাদের সাথে SHARE করলাম
GENERAL SCIENCE সব পরীক্ষার জন্য খুবই  গুরুত্ব পূর্ণ বিষয়। WBCS PRELIMINARY এবং MAIN পরীক্ষার জণ্য  এই বিষয়  টি GAME CHANGER হয়ে দাঁড়ায় ,অন্নান্য সব পরীক্ষার জন্য খুবই  গুরুত্ব পূর্ণ বিষয়
তাই  GENERAL SCIENCE বিষয় থেকে আমরা কিছু প্রশ্ন উত্তর তুলে ধরলাম। আসা করি আপনাদের ভালো লাগবে। পোস্টটি ভালো লাগলে   SHARE করুন যাতে আপনাদরে বন্ধুরাও উপকৃত হয়
                                                                                                                                                                            ধন্যবাদ









প্রশ্নঃ-    রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহন করে না ?
উত্তরঃঅনু 

প্রশ্নঃ-    পদার্থের স্থায়ী মূল কণা কি কি ?
উত্তরঃ – ইলেকট্রোন, প্রোটন নিউট্রন  

প্রশ্নঃ-    পরমানুর নিউক্লিয়াসে থাকে না কোনটি
উত্তরঃইলেকট্রন 

প্রশ্নঃ-    ভর সংখ্যার অপর নাম কি ?
উত্তরঃনিউক্লিয়াস সংখ্যা

প্রশ্নঃ-    প্রথম পারমানবিক ভরের ধারনা দেন ?
উত্তরঃজন ডাল্টন

প্রশ্নঃ-    তেজস্ক্রিয় রশ্মিতে থাকে  প্রধান কোনগুলি কি কি ?
উত্তরঃআলফা, বিটা গামা কনিকা  

প্রশ্নঃ-   পারমানবিক সংখ্যার আবিষ্কারক কে ?
উত্তরঃ– বিজ্ঞানী মোসলে

প্রশ্নঃ-    পৃথিবী উহার নিকটস্থ মধ্যকার বস্তুর আকর্ষণ বলকে কি  বলে ?
উত্তরঃঅভিকর্ষ বল  

প্রশ্নঃ-    পদার্থের তিন অবস্থার কারন কি ?
উত্তরঃআন্তঃআনবিক শক্তির পার্থক্য।  

প্রশ্নঃ-    বরফ গলনের লীন তাপ  কত ?
উত্তরঃ৮০ ক্যালরি

প্রশ্নঃ-     শূন্য ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় শব্দের গতি কত ?
উত্তরঃ৩৩২ মিটার/সেকেন্ড  

প্রশ্নঃ-    কোনটির আয়তন নেই ?
উত্তরঃ– গ্যাসীয় পদার্থের 

প্রশ্নঃ-   গ্যাসের চাপ নির্ধারণ যন্ত্রের নাম কী?
উত্তরঃ–  ম্যানোমিটার

প্রশ্নঃ-     সুর্যোদয় সুর্যাস্তের সময় আকাশ লাল দেখায়  কেন ?
উত্তরঃলাল আলোর তরঙ্গদৈর্ঘ্য বেশি বলে  

প্রশ্নঃ-    অনুর তাপ মাত্রা বাড়লে কোনটি হয় না ?
উত্তরঃআকর্ষন শক্তি বৃদ্ধি পায়

প্রশ্নঃ-     পৃথিবী ঘূর্ণায়নের ফলে আমরা ছিটকিয়ে পড়ি না কেন ?
উত্তরঃমধ্যাকর্ষণের জন্য  

প্রশ্নঃ-    যে তাপমাত্রায় কোন বিশুদ্ধ তরল পদার্থ কঠিন পদার্থে রূপান্তরিত হয়, সে তাপমাত্রাকে উক্ত পদার্থের কি বলা হয়  ?
উত্তরঃ– হিমাঙ্ক

প্রশ্নঃ-    প্রেসার কুকারে কোন নীতি কাজ করে  ?
উত্তরঃউচ্চ চাপে তরলের স্ফুটনাংক বৃদ্ধি পায়  

প্রশ্নঃ-   আন্তঃআনবিক শক্তি কি

উত্তরঃআকর্ষন শক্তি 

প্রশ্নঃ-   কোন জাতীয় পদার্থের ঘনত্ব অত্যন্ত কম?

উত্তরঃ– গ্যাস

প্রশ্নঃ-    শব্দের গতি সবচেয়ে বেশি  কোন মাধ্যমে?
 উত্তরঃকঠিন মাধ্যমে  

প্রশ্নঃ-     শব্দের গতি সবচেয়ে কম কোন মাধ্যমে ?
উত্তরঃবায়বীয় মাধ্যমে  








0 comments:

Post a Comment