INDIAN HISTORY PART 9
HERE WE UPLOAD SOME QUESTION AND ANSWER ABOUT INDIAN HISTORY AND HOPE THAT THESE QUESTION AND ANSWER WILL BE USEFUL IN VARIOUS COMPETITIVE EXAM.
প্রশ্ন : ভারতে শিবাজী উৎসব পালনের সূচনা কে করেন ?
উত্তর : বালগঙ্গাধর তিলক ।
প্রশ্ন : ভারতের স্বাধীনতা সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন ?
উত্তর : ক্লিমেন্স এডলি ।
প্রশ্ন : কোন ঘটনার প্রতিবাদে গান্ধীজি তার কাইজার-ই-হিন্দ খেতাব ইংরেজদের ফিরিয়ে দেন ?
উত্তর : তুরস্কের প্রতি অবিচারের প্রতিবাদে এবং খিলাফত আন্দোলনের সমর্থনে ।
প্রশ্ন : কোন ভারতীয় নাগরিক প্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হয়েছিলেন ?
উত্তর : দাদাভাই নওরোজী ।
প্রশ্ন : কাকে ভারতের স্বাধীনতা সংগ্রামের জননী বলা হয় ?
উত্তর : মাদাম ভিকাজি কামা ।
প্রশ্ন : ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন ?
উত্তর : বদরুদ্দীন তায়েবজি ।
প্রশ্ন : কোন বিপ্লবী পি এন ঠাকুর ছদ্মনামে জাপানে পালিয়ে যান ?
উত্তর : রাসবিহারী বসু ।
প্রশ্ন : বিদেশের মাটিতে প্রথম ভারতীয় শহীদ এর নাম কি ?
উত্তর : মদনলাল ধিংড়া ।
কোন ঐতিহাসিক ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার ঘটনাকে বর্ণনা করেছেন হিউম ও ডাফরিনের ষড়যন্ত্রর ফলশ্রুতি রূপ ?
উত্তর : রজনী পাম দত্ত ।
প্রশ্ন : ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন ?
উত্তর : চক্রবর্তী রাজাগোপালাচারী ।
প্রশ্ন : কে আল হিলাল পত্রিকার সম্পাদক ছিলেন ?
উত্তর : মৌলানা আবুল কালাম আজাদ ।
প্রশ্ন : কে বলেছিলেন স্বরাজ আমার জন্মগত অধিকার ?
উত্তর : বালগঙ্গাধর তিলক ।
প্রশ্ন : রবীন্দ্রনাথের কোন উপন্যাসে স্বদেশী ও বয়কট আন্দোলনের সমকালীন বর্ণনা আছে ?
উত্তর : ঘরে বাইরে ।
প্রশ্ন : কে বেঙ্গলি পত্রিকার সম্পাদক ছিলেন ?
উত্তর : সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ।
প্রশ্ন : কোন ঘটনা তদন্তের জন্য হান্টার কমিশন নিযুক্ত হয়েছিল ?
উত্তর : জালিওনাবাগ হত্যা কান্ড ।
কে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন ?
উত্তর
অ্যানি বেসান্ত ।
প্রশ্ন : কে আর্য সমাজ প্রতিষ্ঠা করেন ?
উত্তর : দয়ানন্দ সরস্বতী ।
ব্রিটিশ প্রধানমন্ত্রী ভারতে ক্রিপস মিশন পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিলেন ?
উত্তর : উইনস্টন চার্চিল ।
প্রশ্ন : কোন আন্দোলন চলাকালীন গান্ধীজি কারেংগে ইয়া মরেঙ্গে স্লোগান দিয়েছিলেন ?
উত্তর : ভারত ছাড়ো আন্দোলন ।
প্রশ্ন : ভারতে কোন ব্রিটিশ ভাইসরয় কে ভাইসরয় থাকাকালীন হত্যা করা হয়েছিল ?
উত্তর : লর্ড মেয়ো ।
0 comments:
Post a Comment