Wednesday, 26 September 2018

MONTHLY CURRENT AFFAIRS SEPTEMBER IN BENGALI PDF কারেন্ট অ্যাফেয়ার্স সেপ্টেম্বর pdf download - INDIAN CREATIVE JOB

    27 TH SEPTEMBER  CURRENT AFFAIRS IN BENGALI 

GOOD MORNING FRIENDS TODAY WE ARE SHARING CURRENT AFFAIRS IN BENGALI VERSION WHICH IS HELP YOU IN VARIOUS UPCOMING EXAM.
FRIEND PLEASE SHARE THIS POST AND FOLLOW US .


     


১.     সম্প্রতি ইউনাইটেড নেশন  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কোচি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কে চ্যাম্পিয়ন অফ আর্থ এওয়ার্ড এ সম্মানিত করলেন।


 ২.    উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু জয়পুরে স্মার্ট সিটি এক্সপো ইন্ডিয়া 2018 উদঘাটন করলেন।


 ৩.      চতুর্থ আন্তর্জাতিক বিজ্ঞান উৎসব  লখনৌতে অনুষ্ঠিত হবে।

 ৪.      সাম্প্রতিক নেপাল তাদের দেশে বাঘ  এর সংখ্যা দ্বিগুণ করার পরিকল্পনা নিয়েছে।


৫.       সম্প্রতি সুপ্রিম কোর্ট তার কার্যধারা লাইভ স্ট্রিমিং এর অনুমতি দেন।

 ৬.     নেপালের গুডউইল অ্যাম্বাসেডর হিসাবে জয়া প্রদা কে নিযুক্ত করা হয়েছে।

 ৭.      সাম্প্রতিক ইব্রাহিম মোহন  সহিল মালদ্বীপের  রাষ্ট্রপতি পদে নির্বাচিত হলেন।

 ৮.      সাম্প্রতিক জন ধন দর্শক মোবাইল অ্যাপটি চালু করলেন  অর্থমন্ত্রী অরুণ জেটলি।



 ৯.        ইউনাইটেড নেশন  2019 থেকে 2028 সালকে নেলসন ম্যান্ডেলা  শান্তি দশক হিসেবে ঘোষণা করলেন।

 ১০.     2018 সালের ফিফা প্লেয়ার অব দ্য ইয়ার' খেতাব জিতলেন লুকা মড্রিক।

 ১১.      দেশজুড়ে জেলে সংস্কারের দেখাশোনার জন্য সুপ্রিমকোর্ট সাবেক বিচারপতি অমিতাভ রায়ের নেতৃত্বে তিন সদস্যের কমিটি গঠন করলেন।

১২.        তেলেঙ্গানা রাজ্যটি আয়ুষ্মান ভারত পরিকল্পনা যোগদান করেনি।



১৩.    সম্প্রতি সুপ্রিম কোর্ট আধার কার্ডের বাধ্যতামূলক সম্পর্কে একটা নতুন আইন আনেন যেখানে বলা হয়েছে

যে কোন সরকারি সাবসিডি বা বেনিফিট পাওয়ার জন্য আধার বাধ্যতামূলক এবং

প্যান  কার্ডের সঙ্গে আধার লিনকিং বাধ্যতামূলক কিন্তু

ইনকাম ফাইল এ রিটার্নস এ আধার বাধ্যতামূলক

ব্যাংকের সাথে আধার লিনক ইন বাধ্যতামূলক নয়,

 প্রাইভেট কম্পানি আধার বাধ্যতামূলক করতে পারবে না।

  বিদ্যালয় এডমিশনের ক্ষেত্রে আধার  বাধ্যতামূলক নয়।

 যে কোন পরীক্ষার জন্য আধার বাধ্যতামূলক নয়।

মোবাইলে  পরিষেবার জন্য আধার বাধ্যতামূলক নয়।


                          DOWNLOAD PDF

ফেসবুক পেজটি লিইক কারুন       https://www.facebook.com/competitiveexa








0 comments:

Post a Comment