INDIAN POLITY PART 4
HERE WE UPLOAD SOME QUESTION AND ANSWER ABOUT INDIAN POLITY AND HOPE THAT THESE QUESTION AND ANSWER WILL BE USEFUL IN VARIOUS COMPETITIVE EXAM.
প্রশ্ন : কোন বিল আইনে পরিণত হতে হলে কিসের প্রয়োজন ?
উত্তর
: রাষ্ট্রপতি স্বাক্ষর অবশ্যই প্রয়োজন
প্রশ্ন
: সংসদের সদস্য নয় এমন ব্যক্তি সর্বাধিক কত দিন মন্ত্রী থাকতে পারেন ?
উত্তর
: 6 মাস
প্রশ্ন
: মন্ত্রীরা যৌথভাবে কার কাছে দায়ী থাকেন ?
উত্তর
: সংসদ
প্রশ্ন
: ভারতে অ্যাটর্নি জেনারেল কে কে নিযুক্ত করেন ?
উত্তর
: রাষ্ট্রপতি
প্রশ্ন
: ভারতে CAG কে নিয়োগ করেন ?
উত্তর
: রাষ্ট্রপতি
প্রশ্ন
: সুপ্রিম কোর্টের বিচারপতিকে কে নিয়োগ করেন ?
উত্তর
: রাষ্ট্রপতি
প্রশ্ন
: লোকসভায় রাজ্য গুলো থেকে প্রত্যক্ষ নির্বাচনের অনধিক কতজন সদস্য নির্বাচিত হতে পারেন ?
উত্তর
: 530 জন
প্রশ্ন
: কেদ্র শাসিত অঞ্চল গুলো থেকে সর্বাধিক কতজন সদস্য নির্বাচিত হতে পারেন ?
উত্তর
: 20 জন
প্রশ্ন
: লোকসভার সাধারণত স্থায়িত্বকাল কত দিনের ?
উত্তর : পাঁচ বছর
প্রশ্ন
: লোকসভার কোন সদস্য তার স্থাপফাপত্র কাকে জমা দেন ?
উত্তর
: স্পিকার কে
প্রশ্ন
: রাজ্যসভার কোন সদস্য তা স্থাপফাপত্র কাকে জমা দেন ?
উত্তর
: রাজ্যসভার সভাপতি কে
প্রশ্ন
: রাজ্যসভা ও
লোকসভায় গৃহীত অর্থবিল কে সর্বাধিক কত দিন আটকে রাখতে পারে ? উত্তর : 14 দিন
প্রশ্ন
: সংবিধান অনুসারে প্রথম সাধারণ নির্বাচন কবে হয় ?
উত্তর
: 1951-52 সালে
প্রশ্ন
: লোকসভা প্রথম কত সালে গঠিত হয় ?
উত্তর
: 1952 সালে
প্রশ্ন
: রাজ্যসভা প্রথম কবে গঠিত হয় ?
উত্তর
: এপ্রিল 1952 সালে
প্রশ্ন
: রাজ্যপাল পদের জন্য নূন্যতম কত বছর বয়স হওয়া প্রয়োজন ?
উত্তর
: 35 বছর
প্রশ্ন
: রাজ্যসভায় সর্বাধিক কতজন সদস্য থাকতে পারে ?
উত্তর
: 250 জন
প্রশ্ন
: বিধানসভার প্রার্থী হতে গেলে কমপক্ষে কত বছর বয়স হওয়া প্রয়োজন ?
উত্তর
: 25 বছর
প্রশ্ন
: রাজ্যসভার সদস্য হওয়ার জন্য নূন্যতম কত বছর বয়স হওয়া প্রয়োজন ?
উত্তর
: 30 বছর
প্রশ্ন
: পশ্চিমবঙ্গের বিধান পরিষদ বিলোপ করা হয় কত সালে ?
উত্তর
: 1969 সালে
প্রশ্ন
: ভারতের সংবিধানে কয় ধরনের ক্ষমতার তালিকা আছে ?
উত্তর
: তিন ধরনের
প্রশ্ন
: রাজ্য সূচিতে বর্তমানে কয়টি বিষয় আছে ?
উত্তর : 66 টি
0 comments:
Post a Comment