Friday, 14 September 2018

INDIAN HISTORY PART 7

INDIAN HISTORY PART 7


HERE WE UPLOAD SOME  QUESTION AND ANSWER ABOUT INDIAN HISTORY AND HOPE THAT THESE QUESTION AND ANSWER WILL BE USEFUL IN VARIOUS COMPETITIVE EXAM. 

প্রশ্ন  : কোন হিন্দু শাস্ত্র গ্রন্থ আম্বেডকর জনসম্মুখে পুড়িয়ে ছিলেন উত্তর : মনুস্মৃতি
প্রশ্ন  : বৃহৎ স্নানাগার টি কোথায় পাওয়া গেছে উত্তর : মহেঞ্জোদারোতে
প্রশ্ন  : 1938 সালে কার সভাপতিত্বে কংগ্রেস তার প্রথম জাতীয় প্লানিং কমিটি গঠন করে উত্তর : সুভাষচন্দ্র বসু
প্রশ্ন  : আইহোল প্রশস্তি কে রচনা করেন উত্তর : রবি কীর্তি
প্রশ্ন  : কবে সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস গঠিত হয় হাজার  উত্তর : 1920 সালে
প্রশ্ন  : রবীন্দ্রনাথের কোন উপন্যাসে স্বদেশী আন্দোলনের সমালোচনা পাওয়া যায় উত্তর : ঘরে বাইরে
প্রশ্ন  : কুতুবমিনার নির্মাণ কে শুরু করে উত্তর :  কুতুবউদ্দিন আইবক
প্রশ্ন  : কোন বিদেশী মুসলিম ভারতের 17 বার আক্রমণ অভিযান চালিয়েছিলেন উত্তর : গজনী মামুদ
প্রশ্ন  : চন্দ্রগুপ্ত মৌর্য জীবনের শেষ ভাগ কোথায় কাটিয়েছিলেন উত্তর :  শ্রাবণ বেলাগোলা
প্রশ্ন  : কে বিষ্ণুগুপ্ত নামে পরিচিত ছিলেন উত্তর : চাণক্য
প্রশ্ন  : মৌর্য বংশের কোন শাসক অমিত্রাঘাত নামে পরিচিত ছিলেন উত্তর : বিন্দুসার
প্রশ্ন  : দিল্লীর সিংহাসনের শেষ আফগান সুলতান কে উত্তর : ইব্রাহিম লোদী
 
প্রশ্ন  : হিদাসপিসের যুদ্ধ আলেকজান্ডার কাকে পরাজীত করে ছিলেন উত্তর : পুরু
প্রশ্ন  :  সমস্ত শিখতে সঙ্গবদ্ধ করে পাঞ্জাব রাজ্য কে প্রতিষ্ঠা করেছিলেন উত্তর : মহারাজা রঞ্জিত সিংহ
প্রশ্ন  : আকস্মিকভাবে সিঁড়ি থেকে পড়ে গিয়ে কোন মুঘল সম্রাটের মৃত্যু হয়েছিল উত্তর : হুমায়ুন
প্রশ্ন  : কোন মুঘল সম্রাট ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থাপনে ব্রিটিশদের সর্বপ্রথম অনুমতি দিয়েছিলেন উত্তর : জাহাঙ্গীর
প্রশ্ন  : মোগল সম্রাটদের মধ্যে কার মনোভাব সর্বাপেক্ষা ধর্মনিরপেক্ষ ছিল উত্তর : আকবর
প্রশ্ন  : কোন সম্রাটের জন্য ময়ূর সিংহাসন নির্মিত হয়েছিল উত্তর : শাহজাহান
প্রশ্ন  : কোন রাজপুত বংশ সম্রাট অশোকের  বশ্যতা স্বীকার করেননি উত্তর : প্রতিহার
প্রশ্ন  : কোন সম্রাটকে জিন্দাপীর আখ্যা দেওয়া হয়েছিল উত্তর :  ঔরঙ্গজেব
প্রশ্ন  : কার রাজত্বকালে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা হয়েছিল উত্তর : আকবর
প্রশ্ন  : দিল্লির সিংহাসনে আসিন নাবালক আকবরের অভিভাবক হিসাবে কে ছিলেন উত্তর : বৈরাম খাঁ
প্রশ্ন  : মোঘল রাজসভায় কি ভাষা ব্যবহৃত হতো উত্তর : ফার্সি
প্রশ্ন  : কোন দুুই মুঘল সম্রাট নিজেদের জীবনের স্মৃতি কথা লিপিবদ্ধ করে গেছেন উত্তর : বাবর জাহাঙ্গীর
প্রশ্ন  : দীন--ইলাহী কে প্রবর্তন করেন উত্তর : আকবর
প্রশ্ন  : শের শাহের রাজত্বকালে  কৃষকদের কর প্রদান নির্ধারণের নথিপত্র কে কি বলা হত উত্তর : পাট্টা
প্রশ্ন  : আকবরের শাসনকালে রাজস্ব বিভাগের দায়িত্ব কার উপর ন্যস্ত ছিল উত্তর : টোডরমল
প্রশ্ন  : ওরঙ্গজেব এর আদেশে কোন শিখ গুরু কে হত্যা করা হয়েছিল উত্তর : গুরু তেগ বাহাদুর
প্রশ্ন  :  সিক খালসার প্রতিষ্ঠাতা কে উত্তর : গুরু গোবিন্দ সিং
প্রশ্ন  : কে শেষ মুঘল সম্রাট যিনি ময়ূর সিংহাসনে বসে ছিলেন উত্তর : মোহাম্মদ শাহ
প্রশ্ন  : কোন মুঘল সম্রাট লিখতে বা পড়তে জানতেন না উত্তর : আকবর
প্রশ্ন  : মোঘল শাসক দ্বিতীয় বাহাদুর শাহকে কোথায় নির্বাসিত করে রেখেছিলেন উত্তর : রেঙ্গুন

0 comments:

Post a Comment