Thursday, 13 September 2018

SCIENCE OF THE DAILY LIFE দৈনন্দিন বিজ্ঞানের কিছু প্রশ্ন উত্তর PART 3

SCIENCE OF THE DAILY LIFE PART 3


HERE WE UPLOAD SOME  QUESTION AND ANSWER ABOUT SCIENCE OF THE DAILY LIFE AND HOPE THAT THESE QUESTION AND ANSWER WILL BE USEFUL IN VARIOUS COMPETITIVE EXAM. 

দৈনন্দিন জীবন বিজ্ঞানের কিছু প্রশ্ন উত্তর

Ø বেগুনি  আলোকের প্রতিসরণ সবচেয়ে কম  

Ø G এর মান উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে  কমবে

Ø অভিকর্ষজ ত্বরণ g এর মান পৃথিবীর কেন্দ্রে শূন্য, বিষুবীয় অঞ্চলে সবচেয়ে কম, মেরু অঞ্চলে সবচেয়ে বেশী ।

Ø বরফখন্ডের 9-10 অংশ জলের নিচে থাকে

Ø  নিউক্লিয় চুক্তিতে আণবিক সংযোজন বিক্রিয়া সংঘটিত হয়

Ø পৃথিবীর কোন বস্তু চাঁদে নিয়ে গেলে বস্তুটির ভর একই থাকবে কিন্তু 
ওজন কমবে

Ø সূর্য গ্রহদের শক্তির উৎস নিউক্লিয় ফিউশন

Ø প্লবতা সূত্র আবিস্কার করেন আর্কিমিডিস ।

Ø সমুদ্রের জলে সর্বাধিক ক্লোরিন লবন থাকে শতকরা  55. 5 শতাংশ

Ø বায়ুতে উপস্থিত নাইট্রোজেনের শতকরা মান 78%

Ø বায়ুতে উপস্থিত অক্সিজেনের শতকরা 21 শতাংশ

Ø বায়ুমণ্ডলের ওজোন স্তর অতিবেগুনি রশ্মি শোষণ করে

Ø উষ্ণতা বাড়লে সাধারণত পদার্থের  ঘনত্ব কমে

Ø জলের উষ্ণতা জিরো ডিগ্রী সেন্টিগ্রেড থেকে চার ডিগ্রি সেন্টিগ্রেট 
বাড়ালে তার আয়তন কমে

Ø জলের উষ্ণতা জিরো ডিগ্রী সেন্টিগ্রেড থেকে চার ডিগ্রি সেন্টিগ্রেড 
পর্যন্ত বাড়ালে তার ঘনত্ব বাড়ে

Ø গ্রাফাইট অধাতু হলেও তাপ তড়িৎ পরিবাহী

Ø বিদ্যুৎ শক্তির হিসাব করা হয় কিলোওয়াট / ঘন্টা kw/h

Ø গ্রীন হাউস এর প্রভাবে পৃথিবীর উষ্ণতা বাড়ে

Ø বাড়িতে ব্যবহৃত এলপিজি এর প্রধান উপাদান প্রোপেন বিউটেন  

Ø রকেটের জ্বালানি হিসেবে তরল অক্সিজেন তরল ফ্লোরিন হাইড্রোজেন 
পার অক্সাইড ব্যাবহার করা হয়।

Ø দার্শনিকের উল বলা হয় জিঙ্ক অক্সাইড কে

Ø সবচেয়ে হালকা মৌল টি হলো হাইড্রোজেন

Ø  সবচেয়ে হালকা ধাতু টি হল লিথিয়াম

Ø মার্স গ্যাসে মিথেন থাকে

Ø যে যৌগের উপস্থিতিতে তৈলচিত্রের বর্ণ কালো হয় তা হল কার্বন ডাই 
সালফাইড

Ø পিঁপড়ের হুলে ফার্মিক অ্যাসিড থাকে 


CLICK HERE TO DOWNLOAD PDF




SCIENCE OF THE DAILY LIFE PART 5


SCIENCE OF THE DAILY LIFE PART 4


SCIENCE OF THE DAILY LIFE PART 2



SCIENCE OF THE DAILY LIFE PART 1

0 comments:

Post a Comment