INDIAN POLITY PART 3
HERE WE UPLOAD SOME QUESTION AND ANSWER ABOUT INDIAN POLITY AND HOPE THAT THESE QUESTION AND ANSWER WILL BE USEFUL IN VARIOUS COMPETITIVE EXAM.
প্রশ্ন : সংস্কৃতি ও শিক্ষার অধিকার সংবিধানের কোন ধারায় ঘোষণা করা হয়েছে ?
উত্তর
: 29 ও 30 নম্বর ধারায়
প্রশ্ন
: কয়টি মৌলিক কর্তব্য সংবিধানে বর্ণিত আছে ?
উত্তর
: 10 টি
প্রশ্ন
: ও মৌলিক কর্তব্য সংযোজন কোন দেশের অনুকরণে করা
হয়েছে ?
উত্তর
: রাশিয়া
প্রশ্ন
: ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে CAG এর সম্পর্কে বলা হয়েছে
? উত্তর : 148 থেকে 191 নম্বর অনুচ্ছেদে
? উত্তর : 148 থেকে 191 নম্বর অনুচ্ছেদে
প্রশ্ন
: নির্বাচন কমিশনের নিয়োগ যোগ্যতা সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী হয় ?
উত্তর
: 324 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী
প্রশ্ন : রাষ্ট্রের জরুরি অবস্থা সংক্রান্ত আইন সংবিধানের কোন অনুচ্ছেদে আছে ?
প্রশ্ন : রাষ্ট্রের জরুরি অবস্থা সংক্রান্ত আইন সংবিধানের কোন অনুচ্ছেদে আছে ?
উত্তর : 352
থেকে 360 নম্বর অনুচ্ছেদ
প্রশ্ন : বহিঃশত্রুর আক্রমণের কারণে সংবিধানের কোন ধারা অনুযায়ী জরুরি অবস্থা ঘোষণা করা হয় ?
প্রশ্ন : বহিঃশত্রুর আক্রমণের কারণে সংবিধানের কোন ধারা অনুযায়ী জরুরি অবস্থা ঘোষণা করা হয় ?
উত্তর
: 352 নম্বর ধারা অনুযায়ী
প্রশ্ন
: রাজ্য শাসন সংক্রান্ত অচল অবস্থার জন্য জরুরি অবস্থা ঘোষণা করা কোন ধারা অনুযায়ী হয় ?
উত্তর
: 356 নম্বর ধারা অনুযায়ী
প্রশ্ন
: জরুরি অবস্থা ঘোষণা করা হয় সংবিধানের কোন ধারা অনুযায়ী ?
উত্তর
: 360 নং ধারা অনুযায়ী
প্রশ্ন
: সংবিধান সংশোধন করার নিয়মাবলী কোন অনুচ্ছেদে বর্ণিত হয়েছে ?
উত্তর
: 368 নম্বর ধারায়
প্রশ্ন
: সংবিধানের কোন ধারায় জম্মু-কাশ্মীর বিশেষ সংস্থান রক্ষিত হয়েছে ?
উত্তর
: 370 নম্বর ধারায়
প্রশ্ন
: সংবিধানের কোন কোন ধারায় তপশিলি জাতিদের জন্য বিশেষ ব্যবস্থা ঘোষণা আছে ? উত্তর : 244 ও 244 ক
নম্বর ধারায়
প্রশ্ন : মূল সংবিধানে কয়টি তপশিল ছিল ?
উত্তর
: 8 টি
প্রশ্ন
: রাষ্ট্রপতি কাদের ভোটে নির্বাচিত হন ?
উত্তর
: লোকসভা রাজ্যসভা ও বিধানসভা সদস্যদের ভোটে
প্রশ্ন
: রাষ্ট্রপতি পদে প্রার্থী হতে গেলে কমপক্ষে কত বছর বয়স হওয়া প্রয়োজন ?
উত্তর
: 35 বছর
প্রশ্ন
: ভারতের শাসনব্যবস্থার প্রকৃত ক্ষমতার অধিকারী কে ?
উত্তর
: ক্যাবিনেট বা মন্ত্রী সভা
প্রশ্ন
: রাষ্ট্রপতি স্বাভাবিক কার্যকাল কত দিন ?
উত্তর
: পাঁচ বছর
প্রশ্ন
: জরুরি অবস্থা কবে ঘোষণা করা হয়েছিল ?
উত্তর
: 1962 সালে
প্রশ্ন
: এই পর্যন্ত মোট কতবার জাতীয় জরুরি অবস্থা ঘোষিত হয়েছে ?
উত্তর
: তিনবার
প্রশ্ন
: রাষ্ট্রপতি তাঁর পদত্যাগ পত্র কার কাছে পাঠান ?
উত্তর
: উপরাষ্ট্রপতির কাছে
প্রশ্ন
: উপরাষ্ট্রপতি অবর্তমানে রাষ্ট্রপতি পদত্যাগপত্র কাকে দেন ?
উত্তর
: লোকসভার স্পিকার কে
প্রশ্ন
: রাষ্ট্রপতির পদ শূন্য হলে কত দিনের মধ্যে তা পূরণ করার জন্য নির্বাচন করতে হবে ? উত্তর : ছয় মাস
প্রশ্ন
: উপরাষ্ট্রপতির বয়স নূন্যতম কত হওয়া প্রয়োজন ?
উত্তর
: 35 বছর
প্রশ্ন
: উপরাষ্ট্রপতি কার দ্বারা নির্বাচিত হন ?
উত্তর
: লোকসভা ও
রাজ্যসভা সদস্য দ্বারা
প্রশ্ন
: সংসদের যৌথ অধিবেশনে সভাপতিত্ব কে করেন ?
উত্তর
: স্পিকার
প্রশ্ন
: রাষ্ট্রপতি রাজ্য সভাতে সর্বাধিক কতজন সদস্য মনোনীত করতে পারেন ?
উত্তর
: 12 জন
প্রশ্ন
: রাষ্ট্রপতি লোকসভায় কতজন সদস্য মনোনীত করতে পারেন ?
উত্তর
: দুজন
প্রশ্ন
: রাষ্ট্রপতি কোন বিলের ক্ষেত্রে স্বাক্ষর করতে বাধ্য থাকেন ?
উত্তর
: অর্থ বিলের
0 comments:
Post a Comment