INDIAN ECONOMY PART 2
HERE WE UPLOAD SOME QUESTION AND ANSWER ABOUT INDIAN ECONOMY AND HOPE THAT THESE QUESTION AND ANSWER WILL BE USEFUL IN VARIOUS COMPETITIVE EXAM.
প্রশ্ন
: ভারতীয় পরিকল্পনা কমিশন কে কার কাছে রিপোর্ট পেশ করতে হয় ?
উত্তর
: জাতীয় উন্নয়ন পর্ষদ এর কাছে
প্রশ্ন
: ভারতের পরিকল্পনা খাতে ব্যয় অর্থের মুখ্য উৎস হলো ?
উত্তর
: অভ্যন্তরীণ ঋণ ও অন্যান্য
প্রশ্ন
: প্ল্যান হলিডে বা পরিকল্পনা বিরতি বলা হয় কোন সময়কালকে ?
উত্তর
: 1966 থেকে
1969 সাল কে
প্রশ্ন
: বহতা পরিকল্পনার কার্যকরী সময়কাল কত ?
উত্তর
: 1978 থেকে
1980 সাল
প্রশ্ন
: কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা কালে কৃষি ক্ষেত্রের ঋণাত্মক উন্নয়ন হয়েছিল ?
উত্তর
: তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়
প্রশ্ন
: নীতি আয়োগ সংস্থাটি ভারত সরকারের কি হিসাবে কাজ করে ?
উত্তর
: থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে
প্রশ্ন
: নীতি আয়োগ সংস্থাটি কিসের অনুকরণে গঠিত হয়েছে ?
উত্তর
: পরিকল্পনা কমিশন
প্রশ্ন
: যোজনা কমিশন হল একটি ?
উত্তর
: অবিধিবদ্ধ সংস্থা
প্রশ্ন
: গরিবি হটাও স্লোগান টি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা সঙ্গে যুক্ত হয়েছিল ?
উত্তর
: পঞ্চম পঞ্চবার্ষিক পরিকল্পনা
প্রশ্ন
: দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কৌশল গ্রহণের সঙ্গে যার নাম যুক্ত তিনি হলেন ? উত্তর : প্রশান্ত চন্দ্র মহলানবিশ
প্রশ্ন
: দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রধানত কোন ক্ষেত্রে উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হয়েছে ? উত্তর : ভারী ও
মূল শিল্পকে
প্রশ্ন
: কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ন্যাশনাল প্রোগ্রাম অফ মিনিমাম নিডস এর সূত্রপাত ঘটে ? উত্তর : পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়
প্রশ্ন
: প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মডেলের উপর গড়ে উঠেছিল ?
উত্তর
: হ্যাঁরেড ডোমার মডেল এর উপর
প্রশ্ন
: যোজনা কমিশন কত সালে গঠিত হয় ?
উত্তর
: যোজনা কমিশন
1950 সালে 15 মার্চ গঠিত হয়
প্রশ্ন
: রাষ্ট্রসংঘ কত সালে মানব উন্নয়ন সূচক এইচডি আই এর ধারণা প্রবর্তন করেন ? উত্তর : 1990 সালে
0 comments:
Post a Comment